
ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)
পদবীঃ নির্বাহী প্রকৌশলী (আইসিটি)
2 months ago
লিঙ্গ
উভয়ই
বয়স
সর্বোচ্চ ৪০ বছর
পদসংখ্যা
০১
বেতনঃ মাসিক মূল বেতন ৯১,০০০ টাকা। এর সঙ্গে বাড়িভাড়া ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
মন্ত্রণালয়ঃ বিদ্যুৎ বিভাগ
শিক্ষাঃ ডিপ্লোমা
রিকোয়ারমেন্টঃ
যোগ্যতা:-
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/আইটি/ইসিই বিষয়ে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্ত ব্যক্তিদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫–এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪–এর স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে। বৃহৎ কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ৭ বছরের অভিজ্ঞতাসহ উপবিভাগীয় প্রকৌশলী (আইসিটি/এমআইএস/কম্পিউটার প্রোগ্রামিং) বা সমমান পদে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসএপি (বেসিস/এবিএপি/এফআইসিও/এইচসিএম/এমএম/পিএম/পিপি) সার্টিফিকেশন ( ওইএম) বা সিসকো (সিসিএনপি) সার্টিফিকেশন থাকতে হবে।
বয়সসীমা :-
প্রার্থীর সর্বোচ্চ বয়স ২০২৩ সালের ৫ নভেম্বর তারিখে উল্লিখিত বয়সের মধ্যে হতে হবে। ৫ নম্বর পদে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। ইজিসিবিতে কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরণ:-
প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনক কর্মসম্পাদনের ভিত্তিতে চাকরির চুক্তি পর্যায়ক্রমে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। নির্বাচিত প্রার্থীদের ইজিসিবিতে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে তিন বছর চাকরি করার শর্ত আরোপ করা হতে পারে। এ ক্ষেত্রে বন্ড নেওয়াসহ সব শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট তিন বছরের জন্য জমা নেওয়া হতে পারে।
আবেদন ফী:-
অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা; ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়ঃ
১৬ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।
Govt. Circular 14076