অনির্বাণ গণ-শিক্ষা প্রকল্প ২০২৩

শিক্ষক /শিক্ষিকা

লিঙ্গ

উভয়ই

বয়স

দেওয়া নেই

পদসংখ্যা

৭২৩জন

কর্মস্থলঃ
সমগ্র দেশ

আবেদনের শেষ তারিখঃ
১৫ ই অক্টোবর ২০২৩ ইং

বেতনঃ ১৬,৫০০/-

শিক্ষাঃ এস এস সি / সমমান / উর্ধ্বে

রিকোয়ারমেন্টঃ
শর্তাবলী : (১)আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতার তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে (চাহিত শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা) পরবর্তীতে তা প্রকাশ করলে গ্রহণযোগ্য হবে না।
(২)নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(৩) প্রার্থীর প্রশিক্ষণ চলাকালীন সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে
(৪) কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।

আবেদনের নিয়মাবলিঃ
(১) শুধু মাত্র বাচাইকৃত প্রার্থীদের ফোন/কার্ড/এসএমএস এর মাধ্যমে জানানো হবে। (২) নির্বাচিত প্রার্থীদের নিচে উল্লেখিত শিশু কল্যাণ ট্রাষ্টে ব্যাংক ড্রাফট বাবদ অর্থ মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে পরিশোধ করতে হবে, অফিস থেকে ফোন/কার্ড /এসএমএস এর মাধ্যমে জানানোর পর। (৩) শিশু কল্যান ট্রাস্টে ব্যাংক ড্রাফট বাবদ অর্থ প্রদান করার ২৪ ঘন্টার মধ্যে যোগদান পত্র পাঠানো হবে। আগ্রহী প্রার্থীগন সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট /মার্কশীট, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বার উল্লেখ -পূর্বক ১টি বায়োডাটা(CV) প্রদত্ত ই-মেইলে :(onirban.masseducation@gmail.com) এ পাঠাতে হবে।
[বি দ্র: প্রার্থী নির্বাচিত হলে শিশুকল্যান ট্র্যাস্টে ব্যাংক ড্রাফট বাবদ তিনশত(৩০০/-)টাকা জমা দিতে হবে

সকল জেলার প্রার্থগন আবেদন করতে পারবেন
প্রার্থীগন নিজ নিজ এলাকায় কাজ করতে পারবেন!

প্রতিষ্ঠানের ধরণঃ শিক্ষা

ডিপার্টমেন্টঃ হিউম্যান রিসোর্স

চাকরীর বর্ণনাঃ
সুবিধা সমূহঃ
(১) শিক্ষকদের বেতন, ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ বইপত্র, স্কুল ভ্যান ও খেলনা সামগ্রী অনিবার্ণ গণশিক্ষা প্রকল্প হতে সরবরাহ করা হবে।
(২) নির্বাচিত সকল প্রার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রদান করা হবে।
(৩) নির্বাচিত সকল প্রার্থীদের কর্মস্থল ও প্রশিক্ষণ নিজ জেলায় রাখা হবে।
(৪) সকল পদে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুযোগ থাকবে।
(৫) কোনো লক্ষমাত্রা পূরণ করতে হবে না।
(৬) কাজের অগ্রগতিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি করা হবে।
(৭) পেনশন সুবিধা প্রদান করা হবে।
(৮) উপরের প্রদত্ত বেতন স্কেল ও দাতা সংস্থা কর্তৃক নীতিমালা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রথম মাস থেকে দেওয়া হবে।

Non Gov Circular T-12717

সতর্কতাঃ কাজের আগে কোন প্রকার লেনদেন করবেন না

Scroll to Top

যোগাযোগের ঠিকানা