তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস)

সাপোর্ট স্টাফ

লিঙ্গ

উভয়ই

বয়স

দেওয়া নেই

পদসংখ্যা

০১

কর্মস্থলঃ
চট্টগ্রাম

আবেদনের শেষ তারিখঃ
১৯ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ৫টার মধ্যে

বেতনঃ আলোচনা সাপেক্ষ

শিক্ষাঃ এইচ এস সি / সমমান / উর্ধ্বে

রিকোয়ারমেন্টঃ
শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি পাশ। (শুধুমাত্র লক্ষীছড়ি উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।)
অভিজ্ঞতা ও দক্ষতাঃন্যূনতম ০১ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়মাবলিঃ
উপরোক্ত পদের জন্য আবেদন করতে হলে অনুগ্রহ করে আপনার আবেদনপত্রটি সংস্থার নির্ধারিত ফরম/জীবনবৃত্তান্ত, ১কপি পিপি সাইজের রঙিন ছবি, সকল একাডেমিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সার্কেল চীফের সনদপত্র, ইউনিয়ন পরিষদের সনদপত্রের ফটোকপিসহ আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় জমা দিন বা প্রেরণ করুন:
বরাবর, আহবায়ক, নিয়োগ কমিটি, তৃণমূল উন্নয়ন সংস্থা, মারমা সংসদ ভবন (২য় তলা), খাগড়াছড়ি পার্বত্য জেলা or email: tusrecruitment@gmail.com। খামের উপর প্রার্থীকে অবশ্যই আবেদিত পদের নাম উল্লেখ করতে হবে।
সংক্ষিপ্ত তালিকা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. বিকাল ৪.৩০ ঘটিকায় তৃণমূল উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.trinamulchtbd.org) প্রকাশ করা হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিতব্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হবে। ইন্টারভিউ সেশনে অংশগ্রহনের জন্য সংস্থা কোন প্রকার টিএ/ডিএ প্রদান করবে না।

নারী ও প্রতিবন্ধি প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ
কোন প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ বা প্রভাবিত করার চেষ্ঠা করলে তার প্রার্থীতা অযোগ্য বলে বিবেচনা করা হবে। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত, পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

প্রতিষ্ঠানের ধরণঃ আর্থিক প্রতিষ্ঠান

ডিপার্টমেন্টঃ ম্যানেজমেন্ট এবং এডমিনিস্ট্রেশন

Non Gov Circular T-13099

সতর্কতাঃ কাজের আগে কোন প্রকার লেনদেন করবেন না

Scroll to Top

যোগাযোগের ঠিকানা