বেতনঃ প্রারম্ভিক সর্বসাকুল্যে ২৭,৭৮০/= টাকা এবং নিয়মিত হবার (৬মাস) পর ৩০,১৩০/= টাকা।
শিক্ষাঃ অনার্স / সমমান / উর্ধ্বে
রিকোয়ারমেন্টঃ অভিজ্ঞতা:
ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ০৩ বৎসর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড ও এক্সেলে পারদর্শী এবং মটরসাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অন্যান্য সুবিধা ও শর্তাবলী:
* অধিকতর অভিজ্ঞদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ।
* উপরোক্ত সকল পদে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা ২টি, কমপেনসেটরি এলাউন্স, ক্রেডিট রিস্ক এলাউন্স ও কর্মস্থলে নিখরচায় থাকার সুবিধা আছে।
* উপরোক্ত সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে ৩০০/= টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে।
আবেদনের নিয়মাবলিঃ
আগ্রহী প্রার্থীরা খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র এবং সাথে সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা (যদি থাকে), সংশ্লিষ্ট পরীক্ষা পাশের সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও যোগাযোগের জন্য সেলফোন নম্বর উল্লেখপূর্বক ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, এফআইভিডিবি, খাদিমনগর, সিলেট বরাবরে পাঠাতে হবে।