রিকোয়ারমেন্টঃ অভিজ্ঞতাঃ দেশ বিদেশে উচ্চতর ট্রেনিংসহ প্রতিষ্টিত কোন হাসপাতাল /ডায়াগনস্টিক সেন্টারে হাউস কিপিং বিভাগে সম্পদে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা সহ মোট কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিঃদ্রঃ আগ্রহী পার্থীকে আগামী ১৮/১০/২০২৩ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সহ, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, ছবি জাতীয় পরিচয় পএের ফটোকপি সহ, খামের ওপর পদের নাম উল্লেখ পূর্বক সেক্রেটারি দি ইবনে সিনা ট্রাস্ট বরাবর সরাসরি / ডাকযোগে আবেদন পএ নিম্ন ঠিকানায় জমা প্রেরণ করার জন্য জানানো যাচ্ছে।
ঠিকানাঃ সেক্রেটারি, দি ইবনে সিনা ট্রাস্ট, বাড়ী,৪১ /রোড, ৯/এ ধানমন্ডি, ঢাকা ১২০৯
প্রতিষ্ঠানের ধরণঃ স্বাস্থ্য
ডিপার্টমেন্টঃ ম্যানেজমেন্ট এবং এডমিনিস্ট্রেশন
চাকরীর বর্ণনাঃ সুবিধাঃ কোম্পানির নীতি মালা অনুযায়ী বিভিন্ন সুবিধা দেওয়া হবে।