Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University,Bangladesh

সহকারী কম্পিউটার প্রোগ্রামার

লিঙ্গ

উভয়ই

বয়স

সর্বোচ্চ ৩০ বছর

পদসংখ্যা

02

কর্মস্থলঃ
ঢাকা

আবেদনের শেষ তারিখঃ
৪ নভেম্বর ২০২৩

বেতনঃ ২২০০০-৫৩০৬০ (গ্রেড-৯)

শিক্ষাঃ অনার্স / সমমান / উর্ধ্বে

রিকোয়ারমেন্টঃ
শিক্ষাগত যোগ্যতাঃ
সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বা সমমানের বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।
শিক্ষা জীবনে সনদ প্রাপ্ত সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ বা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা সিজিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।


চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ

প্রার্থীকে Java/C#.Net Programming, DBMS এবং বাণিজ্যিক Android Program Development এ দক্ষ হতে হবে।

আবেদনের পূর্বে পড়ুন
শর্তাবলীঃ
1. আগ্রহী প্রার্থীদের আগামী ৪/১১/২০২৩ তারিখ রাত ১২.০০ টার মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ https://jobs.bdu.ac.bd/ এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। উক্ত Application Form ও নিয়োগ বিজ্ঞপ্তি ১৮/১০/২০২৩ তারিখ, রাত ১২.০০ টার পর থেকে বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
2. প্রার্থীদেরকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র এর মূল সনদের রঙ্গিন স্ক্যান কপি User ID ও Password দিয়ে Login করে Online Application Form এর নির্ধারিত অংশে সংযুক্ত করতে হবে।
3. প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং পরীক্ষার প্রবেশ পত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ https://jobs.bdu.ac.bd/ থেকে ডাউনলোড করতে হবে। এই মর্মে কোন ধরনের পত্র ইস্যু করা হবে না ।
4. সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।
5. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
6. প্রার্থীদের আবেদনের সকল তথ্য সঠিকভাবে পূরণ করে অনলাইনে অর্থ মন্ত্রণালয় এর গত ১৭/০৮/২০২৩ ইং তারিখের ০৭.০০.০০০০.১৭২.৩৭.০০৩.১৪-২৩৫(১) নং স্মারক মোতাবেক পরীক্ষার ফি সংক্রান্ত উক্ত মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে গ্রেড-৯ বা তদূর্ধ্ব পদের জন্য ৬০০/-(ছয়শত) টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেড ২০০/-(দুইশত) টাকা জমা দিতে হবে (পেমেন্ট নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ https://jobs.bdu.ac.bd/ এ পাওয়া যাবে)।
7. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন আবেদনপত্র গ্রহণ বা বর্জন এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/ সম্পূর্ণ পরিবর্তন / বাতিল এবং পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে।
8. নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
9. বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত উচ্চ ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হতে ইস্যুকৃত সমমানের সনদ আবেদনের সময় অবশ্যই দাখিল করতে হবে।
10. নিয়োগ লাভের পর প্রার্থীর প্রদত্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
11. Online আবেদনে কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে ০৯৬৬৬৭৭৫৫৩৪, ০১৫৫০০৫০৮৩৩ নম্বরে ফোন করে জরুরি সেবা গ্রহণ করা যেতে পারে।

ড. মোঃ নাসির উদ্দিন
রেজিস্ট্রার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ

প্রতিষ্ঠানের ধরণঃ শিক্ষা

ডিপার্টমেন্টঃ সাধারণ

চাকরীর বর্ণনাঃ
চাকরির দায়িত্বসমূহ
n/a

চাকরির ধরন
ফুল টাইম

কর্মস্থল
গাজীপুর

ঠিকানাঃ Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University,Bangladesh ঠিকানা: Mahish Bathan,Kaliakoir,Gazipur-1750,Bangladesh

Non Gov Circular T-14154

সতর্কতাঃ কাজের আগে কোন প্রকার লেনদেন করবেন না

Scroll to Top

যোগাযোগের ঠিকানা